নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৪

নগদ একাউন্ট খোলা হলে এর বিভিন্ন সেবা নিতে গেলে নগদ একাউন্ট দেখার প্রয়োজন পরে। স্মার্টফোন ব্যবহারকারীরা খুব সহজেই নগদ অ্যাপস এর মাধ্যমে নগদ একাউন্ট দেখতে পারলেও, বাটনফোন ব্যবহারকারীদের তা সম্ভব হয় না। তাদের কোড ডায়াল করে একাউন্ট দেখতে হয়। আজকের পোস্টে নগদ একাউন্ট দেখার নিয়ম নিচে আলোচনা করবো। নগদের সকল সেবা পেতে হলে নগদ একাউন্ট এক্সেস করতে হবে। সকল বাংলদেশীদের জন্য রয়েছে নগদ একাউন্ট দেখার ২ টি উপায়। কোড ডায়াল করে এপস এর মাধ্যমে কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম যাদের বাটন ফোন রয়েছে তারা কেবল কোড ডায়াল করার মাধ্যমে নগদ একাউন্ট দেখতে পারেন। কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম একদম সহজ। এর জন্য আপনার বাটন ফোনে *167# কোড ডায়াল করতে হবে। যদি স্মার্টফোন থেকে কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখতে চান সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রদত্ত কোড ডায়াল করার পর যদি লেখা আসে যে – I am authorizing Nagad to collect my NID data from my mobile operator & other; accepting the T&C to open my account. Set 4-digit PIN:”, তাহলে বুঝতে হবে উক্ত মোবাইল নাম্বার দিয়ে নগদ একাউন্ট খোলা হয়নি। আর...